হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ
পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। প্রকার ভেদে ১৪০ টাকা কেজির কাঁচা মরিচ বর্তমানে এই বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সোমবার ভারতীয় কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি দরে। আজ সেই মরিচ বিক্রি হচ্ছে খুচরা বাজারে ২০০ থেকে ২২০টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশি কাঁচা মরিচের খেত নষ্ট হওয়ায় এবং ভারতে দাম বেড়ে যাওয়ায় এই পণ্যটির দাম বৃদ্ধির কারণ বলছেন ব্যবসায়ীরা।
হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, ‘আজ কাঁচা মরিচের কেজি ২২০ টাকা। বাজারের প্রতিটি পণ্যের দামই বেশি। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ চলবে কী করে?’
সারাদেশ/আবির