ভিনিসিয়ুস-এমবাপ্পের গোলে রিয়ালের জয়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
লা লিগায় স্বস্তিতে নেই বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের র প্রথম তিন ম্যাচের দুটিতেই ড্র করে কিছুটা হোঁচট খায় লস ব্লাঙ্কোরা। তবে জয়ের ধারায় ফিরতে শুরু করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়াল সোসিয়েদাদের কঠিন চ্যালেঞ্জ পাশ কাঁটিয়ে জয় পেয়েছে রিয়াল।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দুই পেনাল্টিতে রিয়াল সোসিয়েদাদেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়ে লস ব্লাঙ্কোদের। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে সোসিয়েদাদ।
একের পর একে আক্রমণে রিয়ালের ডিফেন্স ব্যস্ত রাখে সোসিয়েদাদ। তবে ভাগ্য তাদের পক্ষে ছিল না। তিনবার বল বারে লেগে ফিরে আসে। যার কারণে গোলের দেখা পায়নি তারা। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ম্যাচের ৭৫ মিনিটে ফের পেনাল্টি পায় সফরকারীরা। এবার স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ৪ জয়ে বার্সার পয়েন্ট ১২। আর ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১১।
ক্রীড়াঙ্গন/আবির