হেরার প্রত্যয় ইসলামী ছাত্রকল্যাণ পরিষদ’র শিক্ষা সামগ্রী বিতরণ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণসুনামগঞ্জে সামাজিক সংগঠন হেরার প্রত্যয় ইসলামী ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় সুনামগঞ্জ সদরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. আলহেরা জামেয়া’র প্রিন্সিপাল আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনভাইস-প্রিন্সিপাল তোফায়েল আহমেদ খাঁন,শিক্ষক মাওলানা মতিউর রহমান,মাওলানা মিজানুর রহমান।
সংগঠনের সভাপতি জামিল আহমদ’র সভাপতিত্বে ও সেক্রেটারি নাবিল হাসানের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মোনায়েম,অর্থ-সম্পাদক আমিনুর রহমান পরান।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
উল্লেখ্য যে. আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা’র দাখিল ২০২৪ এর শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন হেরার প্রত্যয় ইসলামী ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের উন্নয়নে মানবিক সেবায় বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। তাদের এই কর্মসূচী অব্যাহত রাখতে দেশ-বিদেশের সকলের নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা।
সারাদেশসংবাদ/হা