সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৫ অপরাহ্ণ
ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের মাসিক সভা বুধবার সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য মাহমুদ হোসেন খান, শহীদুর রহমান জুয়েল, মো: আব্দুল হাছিব প্রমুখ। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।