অন্তবর্তীকালীন সরকারকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ
ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় ড. ইউনুসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে এ অভিনন্দন জানানো হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু ,কার্যকরী কমিটির সদস্য আব্দুল হাসিব প্রমুখ।
সভায় সম্প্রতি পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি শহীদ সাংবাদিক এ টি এম তুরাব হত্যার বিচার দাবী করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত শহীদদের স্মরণে এক শোক প্রস্তাব গৃহীত হয়।
সিলেটসংবাদ/হা