১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতি সভা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) বিকালে উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারাবাজার) আসনের এমপি ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যে সংসদ সদস্য বলেন, যারা কোটা আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তারা ৭১ সালে ও স্বাধীনতা চায়নি। বিগত সময়েও একাধিক বার স্বাধীনতা বিরোধীরা দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছিলো,দেশের অনেক সম্পদ ধ্বংশ করেছে কিন্তু তারা সফল হতে পারেনি। শেখ হাসিনা তাদের ষড়যন্ত্র কঠোর হাতে দমন করেছেন। এখনো যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদেরকে দমন করা হবে। তাদের উস্কানিতে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে এর বিচার দেশের মাটিতেই হবে। প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না। তিনি আরো বলেন,হাজার- হাজার নেতা-কর্মীর উপস্তিতির মাধ্যমে আগামী ১৫ আগষ্ট দোয়ারাবাজারে জাতীয় শোক দিবস পালন করা হবে। এর জন্য সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল খালিক, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাবেক কামান্ডার সফর আলী,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি, মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
রাজনীতি/হা