দোয়ারাবাজারে নৌকা ডুবিতে আহত মাঝির চিকিৎসা সহায়তায় উপজেলা প্রশাসনের আনুদান

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৪, ২:১২ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে খেয়াপারাপারের নৌকা ডুবে আহত আইনুল মিয়ার চিকিৎসা সহায়তায় নগদ অর্থ অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।আহত মাঝি সুরমা ইউনিয়নের শরিফপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র আইনুল মিয়া।
রবিবার (৭জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে আহত পিতা মুহিবুর রহমানের হাতে এই অনুদান তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় দোয়রাবাজারে সুরমা নদীতে দোয়ারাবাজার সদর-মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়া পারাপারের সময় নৌকাডুবির এঘটনা ঘটে।
এতে নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও তিনজন নিহত হয়।
সিলেটসংবাদ/হা