আর্তমানবতায় সেবায় নসকসের অবদান অনস্বীকার্য: সালাম মাদানি
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৪, ১০:১১ অপরাহ্ণঅনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে অসহায় আব্দুল কাদিরের পরিবারের জন্য নির্মিত ঘরের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি বিশিষ্ট মাওলানা আব্দুস সালাম আল মাদানীর উপস্থিতিতে আব্দুল কাদির নিজে ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন। নসকস গৃহ নির্মান প্রকল্পের অধীনে এই ঘর নির্মান করা হয়।
আজ (৩০ জুন ২০২৪) রবিবার বিকালে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামে নির্মিত অসহায় আব্দুল কাদিরের এই ঘর উদ্বোধন করা হয়।
দেশী-প্রবাসী মানবিক ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ও নরসিংপুর সমাজ কল্যান সংস্থা (নসকস) এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরিনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। আবেগ মিশ্রিত অনুভূতি ব্যক্ত করেন উপকারভোগী আব্দুল কাদির।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, মানবতার কল্যাণে যারা কাজ করে তারা উত্তম কাজের অগ্রপথিক। তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। তিনি নসকস এর ভূয়সী প্রসংশা করে বলেন, আর্তমানবতার সেবায় নসকসের অবদান অনস্বীকার্য। দীর্ঘ প্রায় চার দশক ধরে তারা শিক্ষান্নোয়ন, আর্তমানবতার সেবা ও সুস্থ সংস্কৃতি বিকাশে অঙ্গীকারাবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের এই মহতি কাজে দেশ-বিদেশের সকলকে অতীতের মতো সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।
নসকস সেক্রেটারি তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আতাউর রহমান, নসকস’র সাবেক সভাপতি ও আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, পুস্পায়ন সভাপতি ফখর উদ্দিন, মাওলানা সাইফুর রহমান, নসকস’র সহ-সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, শিক্ষা সম্পাদক গোলাম সামদানী সুমন, আব্দুল আলীম, সাংবাদিক সোহেল মিয়া, ডাঃ আবুল হোসেন, শফিকুল ইসলাম, তেরাব আলী, দেলোয়ার হোসাইন, সাজিদুর রহমান, বায়েজিদ আহমদ প্রমূখ।
উপকারভোগী পরিবারের সদস্য ফয়সল আহমদের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফিতা কেটে নতুন আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আব্দুল কাদির। অত:পর প্রধান অতিথি দেশ, জাতি ও আবদুল কাদিরের ঘর নির্মানে সহযোগিতাকারীদের সার্বিক কল্যান কামনা করে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য, নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর উদ্যোগে দেশী-প্রবাসী মানবিক ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় নির্মানকৃত দু’কক্ষ বিশিষ্ট বসতঘরটি পাকা দেয়াল ও উন্নতমানের রঙিন টিনে দু’চালা ঘর নির্মান করে দেয়া হয়।
সারাদেশসংবাদ/হা