জৈন্তাপুর উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক গোলজার আহমদ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৪, ৩:০৮ অপরাহ্ণপবিত্র ঈদুল আযহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান, জৈষ্ঠ্য সাংবাদিক ও সমাজসেবক গোলজার আহমদ হেলাল।
শনিবার(১৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলমানদের বড় এক ধর্মীয় অনুষ্ঠান।এর সাথে জড়িয়ে আছে হাজারো ত্যাগ ও কুরবানী।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার ছোবলে ক্ষত-বিক্ষত হয়েছে অনেক পরিবার,হাজারো মানুষ।এই “বন্যা” জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বহু ঘর-বাড়ী বিলীন করে দিয়েছে।অনেকের মাথা গোঁজার ঠাই নেই! খাবারের ব্যবস্হাও নেই।ক্ষতিগ্রস্ত মানুষের অবর্ণণীয় কষ্টের মধ্যেই এসেছে মুসলমানদের বড় উৎসব ঈদুল আজহা। তিনি ত্যাগের মহিমায় প্রতিটি মানুষকে উদ্ভাসিত হওয়ার আহবান জানান।
প্রেস-বিজ্ঞপ্তিতে সাংবাদিক গোলজার আহমদ হেলাল আরো বলেন, এই ঈদ সাধারণ মানুষের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আনন্দের এই দিনে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য ও মানবিক এক সমাজ গড়ে তুলবে পবিত্র ঈদ।এই প্রত্যাশা হোক সকলের।
“আজ আল্লাহর নামে জান কোরবানে,
ঈদের পূত বোধন ।
ওরে হত্যা নয় আজ ,
সত্যগ্রহ শক্তির উদ্বোধন।”
সকলকে ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক।
সিলেটসংবাদ/হা