একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম, প্রাণ গেলো একজনের
সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৪, ৩:৪২ অপরাহ্ণঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহফুজুর রহমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকনা এলাকার আমির আলী হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমির আলী, তার স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে মাহফুজুর রহমানকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য তার মা-বাবাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে, একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সারাদেশ/আবির