দোয়ারাবাজারে তানভীর আশরাফী , আবু বক্কর, শিরীনা আক্তার নির্বাচিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৪, ২:০১ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী। বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (আনারস) প্রতীকে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার প্রাপ্ত ভোট ২৭ হাজার ৩৫৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য বহিষ্কৃত সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্য ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল পেয়েছেন ২২হাজার ১৫৮ ভোট (দোয়াত-কলম)।
এতে ৪৬৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।
এদিকে. বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের কাছে নিজ কেন্দ্রে পরাজিত হওয়াসহ ২৬৯০ টি ভোট পেয়ে চতুর্থ হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইদ্রীস আলী বীরপ্রতীক। চেয়ারম্যান পদে অপরপ্রার্থী দেওয়ান আশিদ রাজা চৌধুরী ( কাপ পিরিচ) পেয়েছেন ৯৬০ ভোট।
অন্যদিকে. ভাইস চেয়ারম্যান পদে ১১৬৭৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে যুবলীগ নেতা প্রভাষক মো. আবু বকর সিদ্দিক (বৈদ্যুতিক বাল্ব)। নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মো. বশির আহমদ (চশমা) পেয়েছেন ১০৯৪৫ টি ভোট ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা বেগম হাঁস (হাঁস) ১৫৮৯৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলী আক্তার লাকী ( সেলাই মেশিন) পেয়েছেন ১৩১৮১ টি ভোট।
সারাদেশসংবাদ/হা