গোয়াইনঘাটে আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণসিলেটের গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৫ মে) রাতে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে একজন আহত হওযার খবর পাওয়া গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকাছ মিয়ার বাড়ির একটি বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। একে একে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে জৈন্তাপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুনের ধোঁয়ায় মনতাজ উদ্দিন (৪৫) এক ব্যক্তি আহত হয়ে পড়েন। তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান।
এ প্রসঙ্গে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের টিম ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। ঘটনাটি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে জানান ইউএনও।
সিলেট/আবির