সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অধ্যাপক ডা.স্বপ্নীলের অভিনন্দন

সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ণসিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
শনিবার ( ২০ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দনবার্তায় তিনি বলেন নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে সিলেট প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল কবির ইকু। সহসভাপতি নির্বাচিত হয়েছেন খালেদ আহমদ ও বাপ্পা ঘোষ চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ ও ৩ নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ আশরাফুল ইসলাম নাসির, আব্দুর রাজ্জাক ও সুনীল সিংহ।
সিলেটসংবাদ/হা