দোয়ারাবাজারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৪, ১১:১৬ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আব্দুল কুদ্দুস বলেছেন, দোয়ারাবাজার উপজেলার উন্নয়নে, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার স্থানীয় নরসিংপুর বাজারে দোয়ারাবাজার উপজেলা উন্নয়ন পরিষদ নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাঃ আব্দুল কুদ্দুস বলেন, উপজেলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বস্থরের মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। একটা এলাকার উন্নয়ন নির্ভর করে ওই এলাকার স্থায়ী নাগরিকদের ওপর। এলাকার মানুষ যত সচেতন ও সম্পৃক্ত হবে এলাকা ততো উন্নত হবে।
তিনি আরও বলেন, এই উপজেলার মানুষরা মুক্তির প্রহর গুনছে। মানুষের মুক্তি ত্বরান্বিত করতে সর্বপর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অসহায় সুবিধাবঞ্চিত, নিপীড়িত মানুষের জীবন থেকে আঁধার মুছে দিয়ে তাদের জীবনের ভোরের আলো প্রস্ফুটিত করতে হবে। তাদেরকে অন্ধকারের গলি থেকে বের করে আনতে এখনই সময়।
দোয়ারাবাজার উপজেলা উন্নয়ন পরিষদ নরসিংপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ডা হারুন অর রশীদ,ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,ডাঃ চমক আলী প্রমুখ।
সারাদেশসংবাদ/হা