বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার উদ্যোগে দোয়া মাহফিল
বিশ্বনাথ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণসিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, দীর্ঘ ৫ বছর উপজেলাবাসীর সাথে ছিলাম। দায়িত্বকালীন সময়ে আমার সাধ্যমত মানুষের সেবা করার চেষ্ঠা করেছি। বাকী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য উপজেলাবাসী সুযোগ দিলে অবশ্য তা সম্পন্ন করব।
তিনি বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের ময়নাগঞ্জ বাজারস্থ একটি সেন্টারে নিজের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় একথাগুলো বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সহ দপ্তর সম্পাদক নূরুল হক, সাবেক সহ প্রচার সম্পাদক বসির আহমদ, কার্যনির্বাহী সদস্য আশিক আলী, পৌর সভার কাউন্সিলর জহুর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, যুবলীগ নেতা শাহ আলম খোকন, তাজুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।