কোম্পানীঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৮:২৩ অপরাহ্ণসিলেট কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর মাঝপাড়া এলাকায় আব্দুল কাহার (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তার নিজ কক্ষের জানালার ফাঁক দিয়ে দেখা যায় সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, তার স্ত্রীর সঙ্গে মনমালিন্য চলছিল । সে জন্য আত্মহত্যা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
আব্দুল কাহার ৪ ছেলে সন্তানের বাবা। ,সে চাটিবহর গ্রামের নুর মিয়া’র বড়ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতন্ত শেষে বিস্তারিত জেনে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে ।
সিলেটসংবাদ/হান্নান