পুলিশ কনস্টেবল পদে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:২২ অপরাহ্ণপুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ১৯ জানুয়ারি অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
যারা আবেদন করবেন তাদের নিজ জেলায় শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিতে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।
পুলিশ সদর দপ্তর থেকে সতর্ক করে বলা হয়েছে, পুলিশে নিয়োগ নিয়ে প্রতারক মহল সক্রিয় আছে। তবে, পুলিশ স্পষ্ট জানাচ্ছে যে, কোনো ধরনের দালাল বা প্রতারকের দ্বারা পুলিশের চাকরিতে নিয়োগের সুযোগ নেই। কেবল মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতে পুলিশে নিয়োগ দেওয়া হবে।
চাকরি/আবির