জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৩:০৮ অপরাহ্ণসংদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ স্বজনদের কবর জিয়ারত করেন আওয়ামী লীগ সভাপতি। সোমবার বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পাশাপাশি দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী।
গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয় ২২৩টি আসনে। স্বতন্ত্র বিজয়ী হয় ৬২টিতে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জয়ী হয় একটি আসনে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি।
জাতীয়/হান্নান