মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন পুলিশ কনস্টেবল পলাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪, ৭:০১ অপরাহ্ণমানবিক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পি.এইচ পলাশ।
মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ, সমাজে অনেকে নিজের অর্থসম্পদ এ কাজে বিলিয়ে দিয়েছেন। তেমনই গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দুদু মিয়ার ছেলে পুলিশ সদস্য পলাশ।
সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা সহ বিভিন্ন বিভাগের যেকোনো রোগীর রক্তের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে তাদের রক্তের ব্যবস্থা করে দিতে এমন কোনো দিন নেই যে তিনি মানুষের রক্তের ব্যবস্থা করে দেননি। মুমূর্ষু রোগীর জীবন বাচাতে রক্তদানের মতো মহত্ত্ব সেবায় নিয়োজিত তিনি, এছাড়াও শিক্ষা ও চিকিৎসা সহায়তা,পথশিশুদের খাবার, বস্ত্র, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, পবিত্র রমজান মাস আসলে ইফতার ও সেহরির সামগ্রী বিতরণসহ একাধিক কার্যক্রমের সাথে জড়িত তিনি।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য (মানবিক পুলিশ) হিসেবে নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।
পলাশ জানান,’সেবাই পুলিশের ধর্ম’ এই অঙ্গিকার নিয়ে সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত থাকার চেস্টা করি, মানুষের সুখেই নিজের আত্মতৃপ্তি খুজে পাই।
গত ১৪ ও ১৭ই ডিসেম্বর সিলেট রেলওয়ে স্টেশন পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আলোচনায় আসেন পলাশ ও তার সহকর্মীরা।
পলাশের এসব মানবিক কাজে সবসময় তার সহকর্মী বাংলাদেশ পুলিশের অন্যতম সদস্য রাসেল আহমেদ,রুহুল আমিন,মুকিম মিয়া,পারভেজ মিয়া,সজীব আহমদ সহযোগিতা করে আসছেন।
আগামীতেও যাতে পলাশ মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারেন,তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।