আল মদিনা একাডেমির কৃতিত্ব ৪ শিক্ষার্থীর কিশোরকন্ঠ মেধাবৃত্তি লাভ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ণশিশু কিশোরদের জাতীয় পত্রিকা কিশোর কন্ঠ সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা২০২৩-এ অবতীর্ণ হয়ে দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমির ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্তরা হলেন, পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল- মোশারফ হোসেন বোরহান , বিশেষ- সাঈদ জাকারিয়া। অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি লাভ করেছে মাহজুবা রহমান সামিয়া ও শাহরিয়ার নাহির।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিভাবক মহলে যেমন বেশ উৎফুল্লতা দেখা দিয়েছে, তেমনি অনুপ্রাণিত হচ্ছে আল মদিনা একাডেমির অন্যান্য শিক্ষার্থীরা।
আল মদিনা একাডেমির ভাইস প্রিন্সিপাল গোলাম সামদানী সুমন বলেন, জেলা পর্যায়ে আল মদিনা একাডেমির শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা সত্যি আনন্দিত। কিশোরকন্ঠের এমন উদ্যোগকে স্বাগত জানাই।
সিলেটসংবাদ/হান্নান