ভোটটা দিবেন ভাই

এম এ ওয়াহিদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:১০ অপরাহ্ণসাত তারিখে ফুলের মালা
পরে দেবো আমরারে
ভোটটা দিও কেটলি মার্কায়
ছোট ছাহেব রে।
ছোট ছাহেব সবার প্রিয়
ফুলতলীর ঐ বাগানে
জনগণের সেবা করতে
আসলেন নির্বাচনে।
জকিগঞ্জ আর কানাইঘাটে
কি যে জোয়ার উঠিলো
কেটলি মার্কা দেখিয়ে এবার
বিজয়ের ফুল ফুটিলো।
ছোট ছাহেব সবার প্রিয়
ভোটটা দিবেন ভাই
তিনি ছাড়া যোগ্য প্রার্থী
নির্বাচনে নাই।
সাত তারিখে ভোটটা দিবেন
সবার কাছে চাই
আমার ছোট ছাহেব সালাম দিলেন
সবাইকে জানাই।