আমার দেশ

সুলেখা আক্তার শান্তা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৮:৪২ অপরাহ্ণএসো আমরা গড়ি দেশ
নেই কোন ভেদাভেদ।
শস্য শ্যামল ফুলে ফলে ভরা এই
আমাদের চিরো সবুজ বাংলাদেশ।
কোথাও নেই এমন দেশ।
হতে দেবো না আর
রাহাজানির হাতে কাউকে শেষ।
সবাই মিলেমিশে গড়বো বাংলাদেশ।
জাগো দেশ প্রেমিক জাগো কৃষক শ্রমিক।
খুন-খারাবি কুসংস্কার অন্যায় অবিচার
পত্রিকার পাতা টিভি খুললেই রিপোর্ট
মানব সভ্যতা পিছিয়ে চলছে যেন
জাগ্রত হবেই জাতির বিবেক
শুনবো না, হয়েছে খুনের রেশ।
বজ্র কঠিন প্রতিরোধ হোক প্রতিজ্ঞা
গড়ব আমরা সোনার বাংলাদেশ।
রক্ত ঝরা কান্ড ঘটবে না শপথ আমাদের।
ক্ষুধার যন্ত্রনায় দ্বারে দ্বারে কাঁদবে না আর কেউ,
বঞ্চিত হবে না কেউ কারো ন্যায্য অধিকার
থেকে।
এসো আমরা গড়ি দেশ সবাই মিলে।
সাহিত্য/হান্নান