শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণমৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার আবাসিক হোটেল মুন- এর তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে এই ব্যক্তি ৩/৪ দিন আগেই মারা গেছেন।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় কোন তধ্য না মিলায় এ ব্যাপারে হোটেল মালিকসহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সিলেট/আবির