প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে আল মদিনা একাডেমি

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ“শুধু ভালো ছাত্র নয়,আদর্শ মানুষ গড়ার প্রচেষ্টা”- প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে আল মদিনা একাডেমি । প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে প্রতিষ্ঠানটিতে।
প্রতিবছর পিএসসি, জিএসসি ও সরকারি বৃত্তি
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এটি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে। এরই মাঝে নিজ উপজেলার সীমানা পেরিয়ে অন্যান্য অঞ্চলেও আল মদিনা একাডেমির সুনাম ছড়িয়ে পড়েছে।
নিরাপদ, মনোরম এবং উন্নত পরিবেশ সুবিধার কারণে উপজেলার নরসিংপুর ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী ছাতক উপজেলা থেকেও অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসে। এখানে প্রতিদিনের রুটিন অনুযায়ী ক্লাসের পাশাপাশি প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সাপ্তাহিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও সাপ্তাহিক কালচারাল ক্লাব চালু রয়েছে। ২০২৪ সাল থেকে দশম শ্রেণি পর্যন্ত এটি চালু হবে।
আল মদিনা একাডেমি, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলিকে সমান গুরুত্ব দিয়ে থাকে। বিদ্যালয়টিতে প্রতি শনিবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ও কালচারাল ক্লাব, বৃহস্পতিবার স্কাউট, গার্লস গাইড, বিতর্ক, আইসিটি, গান, ফুটবল, ক্রিকেট ইত্যাদি ক্লাব কার্যক্রম পরিচালিত হয়।
২০০২ সালে নরসিংপুর বাজারে গড়ে ওঠা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমি এখন সুন্দর, মনোরম ও সুপরিসর ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে । এটি দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের অধিনে পরিচালিত।
শুধু ভাল ছাত্র নয়, আদর্শ মানুষ গড়ার প্রত্যয়’ নিয়ে শুরু থেকেই প্রতিষ্ঠানটি সকলের নজর কাড়ে। প্রতিবছর ফলাফল ও সরকারী বৃত্তি প্রাপ্তির দিক থেকে একাডেমি বরাবরই অগ্রগন্য। সর্বশেষ ২০২২ সালের সরকারী বৃত্তি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করে। নীতিমালা অনুযায়ী একাডেমির ৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মাঝে ৫ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ গ্রেড বৃত্তি লাভ করে।
এই ঈর্ষনীয় ফলাফলের পেছনে অভিভাবকদের পাশাপাশি একাডেমির স্ট্রং ম্যানেজমেন্ট এবং প্রতিশ্রুতিশীল কর্মঠ একঝাঁক টিচার্সদের সমন্বয়ে ‘টীম আল মদিনা’র অক্লান্ত ও আন্তরিক প্রচেষ্টা অনস্বীকার্য। ‘টীম আল মদিনা’র নিঁখুত পরিকল্পনা, তত্বাবধান ও নিরলস কর্মতৎপরতা একাডেমিকে এ পর্যায়ে নিয়ে এসেছে।
আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি গুণগত শিক্ষায় গুরুত্ব দিয়ে আসছে, যাতে শিক্ষার্থীরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। এরই মধ্যে আমরা এর ফল লাভ করতে শুরু করেছি। আল মদিনা একাডেমির শিক্ষার্থীরা বর্তমানে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছে।
শিক্ষা/হান্নান