উৎসবমুখর পরিবেশে স্কলার্স একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৫:০৯ অপরাহ্ণদোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্স একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত স্কলার্স একাডেমির হলরুমে ঝাঁক ঝমকপূর্ণ ভাবে
শিক্ষার্থীদের ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই ক্লাস পার্টি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংপুর বাজারের প্রান কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান
আল মদিনা একাডেমির সহ-প্রধান শিক্ষক গোলাম সামদানী সুমন।
অভিভাবক সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সামির আলীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন একাডেমি পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল হোসেন,
কোষাধ্যক্ষ আব্দুল মুতালিব,অভিভাবক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠান খেলাধুলা শিক্ষার্থীদের মনের প্রতিভা বিকাশ ঘটায়। কারণ আনন্দহীন শিক্ষা শিক্ষার্থীদের যেমন মেধার বিকাশ ঘটাতে পারেনি তেমনি সে রকমের শিক্ষা ছাত্র-ছাত্রীরা বেশিক্ষণ মনেও রাখতেও পারেনি। তাইতো এরকম আনন্দ শিক্ষার্থীদের নতুন সেমিস্টার/ক্লাসে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ যোগায় সে লক্ষ্যে ক্লাস পার্টির আয়োজন। ক্লাস পার্টির বর্ণিল এই উৎসবে গান, নৃত্য, অভিনয়, কোনোটিই ছেড়ে যায়নি তাদের।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক আফরোজা খানম সুমি,পপি আক্তার,তাছলিমা বেগম,খাদিজা আক্তার,
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সারাদেশসংবাদ/হান্নান