স্বেচ্ছাসেবী সংগঠন ইনোসেন্ট প্যানেলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ১:০০ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনোসেন্ট প্যানেল’র উদ্যোগে ইউনিয়নের এইচএসসি ও সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম’র সভাপতিত্বে,সদস্য আসাদ আল- মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওমর গনি,নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলী হোসেন, বালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,ফুলকার গাঁও সরকারি প্রা: বিদ্যালয়ের সহকারি শিক্ষক মন্তাজ আলী,রাগিব রাবেয়া উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হাই, ব্যবসায়ী ও সমাজ সেবক মাও সাইফুর রহমান,তরুন সমাজ সেবক আবুল কাশেম মুহিন,স্বপ্ন যাত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মামুনুর রশীদ, স্বপ্ন যাত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক, এলাকার গনমান্যব্যক্তিবর্গ, ইনোসেন্ট প্যানেলের সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসময় উপস্থিত অতিথি ও সংবর্ধিত শিক্ষার্থীগণইনোসেন্ট প্যানেলের ভিন্নধর্মী এই আয়োজনে ভূয়সী প্রশংসা করে সংগঠনের সার্বিক সাফলতা কামনা করেন।
সারাদেশসংবাদ/হান্নান