সিলেটে ডা.স্বপ্নীলের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত
সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ১:০৯ অপরাহ্ণবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব আধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর পরিবারের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (১ ডিসেম্বর ) সন্ধায় শহরের অভিজাত এক হোটেলে পরিবারের একশতাধিক সদস্যদের উপস্থিতিতে আনন্দ-আড্ডা, সুখ-দুঃখের ভাগাভাগি মুখরিত হয়ে ওঠে পারিবারিক মিলনমেলা।
ডা. স্বপ্নীলের চাচাতো বোন মিসেস দুরদানা হোসেন দিলিয়া বলেন,পরিবারের সবাইকে নিয়ে মিলন মেলা উদযাপন করতে পেরে আমি ধন্য মনে করছি নিজেকে। মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন যারা তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মিলনমেলায় ডা.স্বপ্নীল বলেন, পারিবারিক মিলনমেলায় এসে অনুভব করেছি আপনজনেরা কত কাছের, কত আপন। আগামীতেও এ রকম আয়োজনকে আরও সমৃদ্ধ করতে পরিকল্পনা নেয়া হবে। আরও বড় পরিসরে, আনন্দঘন আয়োজনে উদযাপন করা হবে, এ পারিবারিক মিলনমেলার।
সিকডে/হান্নান