সাংবাদিক সৈয়দ রাসেলের উপর হামলার নিন্দা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণসিলেট অনলাইন প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক সৈয়দ রাসেল আহমদের উপর দুষ্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শুক্রবার (০১ডিসেম্বর) এক বিবৃতিতে ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, সাংবাদিকের উপর এ ধরণের হামলা সত্যি উদ্বেগজনক। তারা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ, বুধবার (২৯ নভেম্বর) রাত ১১ টা ২০ মিনিটের সময় গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের খালপার বাজারে সৈয়দ রাসেল আহমদ হামলার শিকার হন । এসময় তাকে মারাত্মকভাবে আহত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
সিলেটসংবাদ/হান্নান