গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ অপরাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের আমেজ। বুধবার তাতে অংশ নিতে দেখা গেল সাকিব আল হাসানকেও।
বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরার পথে রওনা হয়েছেন তিনি। পদ্মা সেতু হয়ে মাগুরা যাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। আছেন ক্রিকেটার আল-আমিন জুনিয়রও।
জানা যায়, বুধবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন নিয়েছিলেন সাকিব। দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে।
রাজনীতি/হান্নান