সুনামগঞ্জ ২ আসনে সতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতা ডক্টর সামছুল হক চৌধুরী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৬:১৩ অপরাহ্ণনৌকার দলীয় মনোননয় না পাওয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ আসন দিরাই শাল্লা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, ড.সামছুল হক চৌধুরী।
এদিকে ডক্টর সামছুল হক চৌধুরীর পক্ষে থেকে দিরাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তার নেতা কর্মীরা।
এ ব্যাপারে সামছুল হক চৌধুরীর বলেন, আমি দীর্ঘদিন সুনামগঞ্জ ২ আসনে মানুষের সেবা করে যাচ্ছি জনগন আমাকে চায়। ‘আমি দলীয় মনোনয়ন না পেয়ে সুনামগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এমপি হলে দিরাই শাল্লার উন্নয়নমূলক কাজ করে ইতিহাস তৈরি করব।’