ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরামের থ্যাঙ্কসগিভিং দিবস পালন
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৫:৫৪ পূর্বাহ্ণ
নিউইয়র্কের ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউটির উদ্যোগে থ্যাঙ্কগিভিং ডে পালন করা হয়েছে।
গত ২৩শে নভেম্বর বৃহস্পতিবার স্ট্রালিং বাংলাবাজারের নীরব রেস্টুরেন্টে স্থানীয় সিনিয়র বাংলাদেশী ও আমেরিকান সিনিয়র সিটিজেন ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে কবিতা গান আনন্দ উৎসাহের মধ্যদিয়ে উদযাপন করা হয়।সংগঠনের সভাপতি বারমুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ সানাউল্লাহ,সহসভাপতি হুমায়ুন কবীর,কুমিল্লা সোসাইটির যুগ্ন সম্পাদক রিপন সরকার,বীরমুক্তিযোদ্ধা হালিম মুন্সি,বাংলা ক্লাবের সহসভাপতি মমিনুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী,ক্রীড়া সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম আবু নাসির,অধ্যাপক কামাল হোসেন,সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন চিনু,এমডি মফিজ উদ্দীন মাছুম।
অনুষ্ঠানে কবিতা ও গান পরিবেশন করেন কবি আবু তাহের চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা এম এ নাসির,বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী,বীরমুক্তিযোদ্ধা আব্দুল ছালাম,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম,সমাজ কল্যান সম্পাদক খলিলুর রহমান,কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা জাহাংগীর আলম,কর্পোরেল (অবঃ) আব্দুল মতিন প্রমূখ।
সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে টার্কি,চিকেন গ্রিল দিয়ে আপ্যায়ন করা হয়।





