জামায়াতের নিবন্ধন বিষয়ে আপিল শুনানি পিছিয়েছে
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৩:০৮ অপরাহ্ণবাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দলটির লিভ টু আপিলের শুনানির দিন পিছিয়ে ১৯ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ।
একইসঙ্গে জামায়াতের নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানিও একই দিন অনুষ্ঠিত হবে।
রবিবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম।
এর আগে দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির লিভ টু আপিলের শুনানি ৮ সপ্তাহ মুলতবির আবেদন করেন জামায়াতের আইনজীবী। ব্যক্তিগত কারণ দেখিয়ে আপিল বিভাগে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এসময় চেয়েছেন। তার পক্ষে অ্যাডভোকেট জিয়াউর রহমান আবেদন করেছেন।
গত ৬ নভেম্বর জামায়াতের লিভ টু আপিলের শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ধার্য করেছিলেন।
রাজনীতি/হান্নান






