দুই জিম্মিকে ফিরিয়ে নেয়ার আহ্বানে সাড়া দিল না ইসরায়েল

সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ১২:৩০ অপরাহ্ণফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মানবিক দিক বিবেচনায় জিম্মি থাকা দুই ইসরায়েলিকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে নিতে রাজি হয়নি বলে জানিয়েছে হামাস। তবে ইসরায়েল কর্তৃপক্ষ একে জঘন্য প্রচারণা বলে মন্তব্য করেছে। খবর আল জাজিরা
এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) কাতারের মধ্যস্থতায় দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয় হামাস। ওই দুইজন হলেন, জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানানকে (১৮)।
শনিবার (২১ অক্টোবর) টেলিগ্রাম পোস্টে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, কাতারের সহযোগিতায় আমরা নোরিত ইতশাক ও ইয়োখেফেদ লিফশিৎজকে মুক্তি দিতে চাই। কিন্তু ইসরায়েলের দখলদার সরকার তাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে।
ইসরায়েল দুই জিম্মিকে নিতে অস্বীকৃতি জানানোর কড়া সমালোচনা করছে হামাসের মুখপাত্র খালেদ আল-কাদ্দোমি।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি সরকার তাদের গ্রহণ করতে রাজি হয়নি। এতে প্রমাণিত হয়, দখলদার সরকার আন্তরিক নয় এবং তারা রক্তপাত বন্ধে প্রস্তুত নয়।
এদিকে হামাসের এমন দাবির প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছেন, অপহরণের শিকার ও নিখোঁজ সবাইকে ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ আমরা অব্যাহত রাখব। কিন্তু হামাস যে জঘন্য প্রচারণা চালাচ্ছে তার জবাব আমরা দেব না।
আন্তর্জাতিক/হান্নান