শাহজালাল মাজারে শিরনী বিতরণের মাধ্যমে ডাঃ স্বপ্নীল’র ঈদে মিল্লাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ণপবিত্র রবিউল আওয়াল মাস ঈদে মিলাদুনবী উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন স্বরন করে সিলেটের শাহজালাল (রঃ) মাজারে শিরনী বিতরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি শাহজালাল (রঃ) মাজারে শিরনী বিতরণের ব্যবস্থা করেন।
ডাঃ মামুন আল মাহতাব বলেন, আজকের এই দিনে বিশ্ব নবি হযরত মুহাম্মদ মোস্তফা স. এর আগমনে ধন্য হয়েছিল পৃথিবী, দূর হয়েছিল অন্ধকার, মানুষ খোঁজে পেয়েছিল মুক্তি, স্বস্তি, শান্তি। আবার এদিবসেই প্রিয় নবীজির ওফাত হয়। অগণিত ভক্তকূল ও অনুসারী তথা মুসলিম উম্মাহকে শোঁকের সাগরে ভাসিয়ে, কাঁদিয়ে বিদায় নেন তিনি।
তিনি বলেন, হযরত মুহাম্মদ স. ছিলেন রাহমাতাল্লিল আলামীন ও খাতামান্নাবিয়্যিন। তিনি বিশ্বনবি, সর্বশ্রেষ্ঠ নবি, সর্বশেষ নবি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর গোটা জীবন ছিল এক মহান মিশনকে কেন্দ্র করে। সে মিশন ছিল দ্বীন প্রতিষ্ঠার মিশন।
নবীজির দেখানো ও শেখানো সঠিক পথে চলতে আল্লাহ যেনো সবাইকে তৌফিক দান করেন সে বিষয়ে সকলের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা সহিত নেকহায়াত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
সিলেটসংবাদ/হান্নান