সমাজের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসলামের কালজয়ী আদর্শের বিকল্প নেই – ডা.আব্দুল কুদ্দুস

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:২৭ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান ডা.আব্দুল কুদ্দুস বলেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শেই মানবতার মুক্তি নিহিত রয়েছে। সমাজের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসলামের কালজয়ী আদর্শের বিকল্প নেই।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ (প্রসকপ) কর্তৃক আয়োজিত
সিরাতপাঠ প্রতিযোগিতা পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও লুৎফুর রহমান হুমাইদী বলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সামনে আলোকবর্তিকা। স্বয়ং আল্লাহ সোবহানাহু তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’।ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি ন্যায়, সততা ও সাম্যের মূর্ত প্রতিচ্ছবি। শান্তি, কল্যাণ ও প্রশান্তির বার্তাবাহক এবং পথপ্রদর্শক।
সামাজিকভাবে একটা জাতিকে সুপথে আনতে চাইলে মহানবীর আদর্শ বাস্তবায়ন জরুরি।
প্রসকপ’র সেক্রেটারি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাও এমকেএম ফরিদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মাও নুরুজ্জামান খান,মাও দিলোয়ার হোসেন,মাস্টার জমসিদ আলী,মাস্টার শফিকুল ইসলাম জিসান, কেএম ইব্রাহীম খলিল,মাও তোফাজ্জুল ইসলাম, মাও আব্দুল হক,রিয়াদুল হক মাহফুজ, মুজাহিদুল ইসলাম, আবুল হাসনাত, জসিম উদ্দিন সরকার, মাহবুবর রহমান রোকন প্রমুখ।
প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ (প্রসকপ) উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতায় ইউনিয়নের ইবতেদায়ী, কওমী, আলিয়া মাদ্রাসা, কেজি ও হাইস্কুল পর্যায়ের প্রায় ৪’ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সারাদেশসংবাদ/হান্নান