ভাঙলো রাজ-পরীর সংসার
বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১:১২ অপরাহ্ণশরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবনে চলছিল কলহ। সংবাদমাধ্যমে তাদের সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্যের রেশ ধরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি রাজ-পরীর সংসারে ভাঙন ধরলো?
রাজ-পরীর দুজনের ঘনিষ্ঠজনরা এতদিন বলছিলেন, রাজ-পরীর বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা!
সেই সময় যেন ঘনিয়ে এসেছিল ১৮ সেপ্টেম্বর। এদিনই ভেঙেছে আলোচিত জুটি রাজ-পরীর সংসার। ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরীমণি।
এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এখন গণমাধ্যমের হাতে।
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।
বিনোদন/হান্নান