ডেঙ্গুতে মারা গেছেন ৭ চিকিৎসক
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৮ অপরাহ্ণরাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫১তম ব্যাচের শিক্ষার্থী দীপান্বিতা বিশ্বাস (২০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন সাতজন চিকিৎসক।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দীপান্বিতার মৃত্যু হয়।
এর আগে গত ২৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক তরুণ চিকিৎসক বায়েজিদ আহমেদ। তিনি ওই হাসপাতালে কর্মরত ছিলেন।
ডা. বায়েজিদ আহমেদ ছিলেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। তিনি ডেঙ্গু হেমোরেজিক শক সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন।
ডেঙ্গুতে মারা যাওয়া অপর পাঁচ চিকিৎসক হলেন—শরীফা বিনতে আজিজ, আলমিনা দেওয়ান মিশু, এম আরিফুর রহমান, সৈয়দা সাদিয়া ইয়াসমিন রাইসা এবং ফাতেমা-তুজ-জোহরা রওনক।
প্রসঙ্গত, চলতি বছরে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৩ হাজার ৮৬১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৭৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৭৪ হাজার ১২৭ জন এবং ঢাকার বাইরে ৯৬ হাজার ৬৪১ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৯ হাজার ৬৯২ জন এবং ঢাকার বাইরে ৯০ হাজার ২০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য/আবির