তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন আজ

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ অপরাহ্ণসাবেক বিএনপি নেতা নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টার দিকে দলটির প্রথম সম্মেলন শুরু হবে। আর এ সম্মেলনের মাধ্যমে দলটির নতুন নেতৃত্ব আসবে বলে জানা গেছে।
গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়। দলের নিবন্ধন পাওয়ার ৩ দিনের মাথায় মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর গত ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা।
এদিকে বিএনপির নামের সঙ্গে মিল যাওয়া তৃণমূল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন বিএনপির সাবেক দুই নেতা। তারা হলেন- দল থেকে পদত্যাগ করা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও দল থেকে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুল আলম খন্দকার।
রাজনীতি/হান্নান