সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৩ অপরাহ্ণকিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩” এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান তাহমিদ আহমদ।
এসময় কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক মেহেদী হাসান তুহিন, থানা প্রতিনিধি ইয়াকুব আলী, ইকরামুল হক মাজেদ, ইলিয়াস আহমদ সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। চলতি মাসের ১৫ই সেপ্টেম্বর থেকে আগামী মাসের ৫ই অক্টোবর পর্যন্ত জেলা ব্যাপী রেজিস্ট্রেশন এই কর্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানায়।
সরাসরি রেজিষ্ট্রেশন করা যাবে স্থানীয় কিশোরকন্ঠ প্রতিনিধিদের মাধ্যমে।
অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সাথেও যুক্ত হতে: https://bit.ly/3Lneqrv
সারাদেশসংবাদ/হান্নান