বিমান বিহারী বিশ্বাসের কবিতা

বিমান বিহারী বিশ্বাস:
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৩, ৩:২০ অপরাহ্ণচিঠি
মা;
তুমি কেমন আছো ?
নিশ্চয়ই ভালো ।
স্বর্গের অপরূপ সৌন্দর্য
আর মুগ্ধতার মাঝে
আমায় কি ভূলে গেছো ?
মা, তুমি কেমন আছো ?
আমি ভালো নেই মা
কেমনে ভালো থাকি বলো ?
তুমি যেখানেই থাকো
আমায় সেখানে নিয়ে চলো ।
তুমি ভাবছ, আমি আসব
তোমার ধারে !
কিন্তু কি করে ?
আজ যে তুমি অনেক দূরে ।
তাই চিঠি লিখছি,
আর ভাবছি !
অচেনা স্বর্গের অজানা দিঠি,
কোন ঠিকানায় পাঠাবে তোমার
খোকন সোনা চিঠি ।
সাহিত্য/আবির