গোলাপগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগ
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৯:১২ অপরাহ্ণগোলাপগঞ্জে স্কুল শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি ধামাচাপা দিতে এবং শিক্ষককে বাঁচাতে একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত শিক্ষকের নাম মাহমুদ আলী। সে গোলাপগঞ্জ অন্বেষা স্কুলের সহকারী শিক্ষক ও পৌর এলাকার ঘোগারকুল গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র।
জানা যায়, গত ২ জুলাই অন্বেষা স্কুল এন্ড কলেজের একজন এস.এস.সি পরীক্ষার্থীকে ফুসলিয়ে ওই কলেজের শিক্ষক মাহমুদ কদমতলীতে নিয়ে বলৎকারের চেষ্টা করেন। এসময় ওই শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন ওই শিক্ষককে আটক করেন। পরে একটি পক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
ভুক্তভোগী ছাত্র জানায়, মাহমুদ আলী স্যার আমার অনেক সহপাঠীর সাথেও এরকম আচরণ করেছেন। অনেকে ভয়ে মুখ খুলেনি। আমি এর প্রতিবাদ করায় বিভিন্ন ভাবে আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমি ভয়ে আইনি সাহায্যও চাইনি। এ ঘটনার পরেও একটি মহল ওই শিক্ষকের স্কুলে রাখার জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনার ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক মাহমুদ আলীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।
এ ব্যাপারে অন্বেষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, বিষয়টি জেনে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে বের করে দিয়েছে।