রোমান্টিক কবিতা ‘জেন্টিয়ানা’-মইনুল হাসান আবির

মইনুল হাসান আবিরঃ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ
অস্থির পৃথিবীতে তুমি আমার শান্তশিষ্ট ফুল
যাকে একপলক দেখার জন্য
কয়েক যুগ অপেক্ষা করি!
যেমন পাপড়ি ছুঁলেই নুইয়ে পড়ে জেন্টিয়ানা
কানে কানে ধরে বায়না,
তুমিই আমার লজ্জাবতী
নব্বই দশকের ময়না!
চুপটি করে থাকো তুমি গাঁথো কথার মালা
রোজ নিঁশিতে গল্প শোনাই
অবুঝ পাখি তুমি সুনাই
কোটি বছর প্রেমিক হব রাঙিয়ে দিব মন।
লেখক: শিক্ষার্থী, এম. সি কলেজ, সিলেট।