সিসিক নির্বাচন: সিলেটে হাসনাত’র নেতৃত্বে শান্তিগন্জ আ’লীগের ব্যাপক জনসংযোগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সুনামগন্জের শান্তিগন্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তিগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওপরকিল্পনামন্ত্রী এম, এ মান্নানের রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেনের নেতৃত্বে আজ রবিবার ব্যাপক গণসংযোগ করেছেন নেতৃবৃন্দ। বিকাল ৩টা সিলেট নগরীর ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে নগরীর ১৫,১৪,২৩ নম্বর ওয়ার্ডে রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করে ভোট ও সমর্থন চান তিনি।
প্রচারনাকালে শান্তিগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোসেন বলেন, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে উন্নয়ন হয়ে থাকে বেশি। নজিরবিহীন উন্নয়নের ফলে আজ দেশের চেহারা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সিলেট নগর উন্নয়নের জন্য কোটি কোটি টাকা দিয়েছেন কিন্তু পরিকল্পিত উন্নয়ন হয়নি। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ভালো মানুষ তাকে ভোট দিলে নগরীর উন্নয়নসহ মানুষের জীবনমান এর উন্নয়ন হবে।
এ সময় তার সাথে ছিলেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনহার মিয়া,সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য সমুজ মিয়া,চেয়ারম্যান আইয়ুর খা,আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান,১নং কলকলিয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুহিন আহমদ দুদুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেচ্চাসেবকলীগ,কৃষক লীগসহ আওয়ামী লগের অঙ্গসংগঠনের নৃতৃবৃন্দ।