সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আল আমিন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার আওতাধীন উপজেলা শাখা দুই যুগের পর আলোর মুখ দেখতে যাচ্ছে। শীঘ্রই কমিটি পেতে যাচ্ছে সিলেট শহরতলির গুরত্বপূর্ণ এই ইউনিট।
২০০২ সালের পর প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে নেই সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটি। ২০১৬ সালে একবার কমিটি গঠনের একটা প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি নতুন কমিটির। এবার জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ইউনিট সদর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত চেয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। আর তাতেই আশার আলো দেখছেন সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে দীর্ঘদিন ধরে কর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় থাকা মো: আল-আমিনের নাম।
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার আওতাধীন মহানগর ও সদর সম্মিলিত সিলেট-১ আসনের গুরুত্বপূর্ণ ইউনিট উপজেলা শাখা গুলোর মধ্যে সবার দৃষ্টি সিলেট সদর উপজেলা শাখার আসন্ন নতুন কমিটিকে ঘিরে। দীর্ঘ প্রায় ২ যুগের কাছাকাছি সময়ের পর কমিটি পেতে যাচ্ছে সিলেট শহরতলীর গুরত্বপূর্ণ সিলেট সদর উপজেলার এই ইউনিট। কেননা বিগত ১৫ ই মে ২০২৩ ইং তারিখে সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট সদরের প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ কর্মীদের মনে আশার সঞ্চার জেগেছে এমন কি নেতৃত্বের প্রতিযোগীতা বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার কমিটি দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক তূর্ণমূল কর্মীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে আছেন। আসন্ন কমিটিকে ঘিরে সিলেট সদর ইউনিয়নে ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশিদের নাম শোনা যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ সিলেট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন ছাত্রনেতা মোঃ আল-আমিনের নাম।
দীর্ঘদিন সদর উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকলে অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তৃণমূলের কর্মীদের নিয়ে সরব থাকায় সিনিয়র নেতাদের নজরে রয়েছেন আল আমিন। নিস্ক্রিয় এ ইউনিটকে সক্রিয় রাখতে দীর্ঘদিন ধরে মাঠে থাকা আল আমিন স্বাভাবিকভাবেই এগিয়ে রয়েছেন সাধারণ সম্পাদকের দৌড়ে। ৭ টি ইউনিয়নে তৃণমূল ছাত্রলীগেও রয়েছে তার গ্রহণযোগ্যতা।
১৯৯৭ সালের ২৫শে ফেব্রুয়ারি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের লামারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মোঃ সামছুল ইসলাম ও মা বাতিরুন নেছা। ৭ ভাই এর মধ্যে মোঃ আল-আমিন পরিবারের বড় সন্তান। তিনি নিজ গ্রাম লামারগাঁও প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি ও হাজী আব্দুস সাত্তার বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক সম্পন্ন করেন এবং শাহ খুরুম ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন । পরবর্তীতে সিলেটের ঐত্যিবাহী বিদ্যাপীঠ এম.সি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে একই প্রতিষ্ঠানে (এম.এ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত আছেন।
স্কুল জীবনে লেখাপড়ার পাশাপাশি তিনি এশিয়া মহাদেশের ঐত্যিবাহী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া আদর্শের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। তিনি শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রলীগ কমিটির একজন সক্রিয় কর্মী ছিলেন। পরে তিনি ২০১৭ সালে মুক্তির ধারক ও বাহক হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন সিলেট সদর শাখার আহবায়ক নির্বাচিত হন। তিনি বৃহত্তর সোনাতলা ব্লক ছাত্রলীগ ইউনিটের মাধ্যমে দলীয় সকল দিবস ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম পালন করেন থাকেন। সিলেট সদর শাখার ২০১৮ সালে আদম তমিজি হক মানবিক সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২০ সালে সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির কার্যকরি কমিটির সদস্য হন। নিজ বিদ্যাপীঠে লামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির দায়িত্বে আছেন। এছাড়া ও তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি পড়াশোনার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন নীরবে-নিভৃতে। এমন কি তাদের সাহায্যকারী একটি টিম রয়েছে যা সকল জনপ্রতিনিধি ও সামাজিক এবং প্রবাসী ব্যক্তিদের সহায়তার মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছেন। রাজনৈতিকভাবে কর্মীদের সাথে যোগাযোগ সহ নানাভাবে বেশ জনপ্রিয় এই মোঃ আল-আমিন। উপস্থানা কিংবা বক্তব্যে রয়েছে প্রাঞ্জলতা।
সিলেট সদরের ছাত্রলীগের কর্মীদের এবং নেতৃত্ব স্থানীয়দের পরামর্শে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।
সিলেট সদর উপজেলার আওতাধীন ছাত্রলীগের প্রতিটি ইউনিট বেশ আশাবাদী তাদের প্রার্থীকে নিয়ে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।