জৈন্তাপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ১০:০৯ অপরাহ্ণশেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতা -২০২৩ এর উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিভিন্ন ইভেন্টে উপজেলার ৬ টি ইউনিয়নের অন্তর্ভুক্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই ধাপে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। আজ ২৪/ ১ /২০২৩ ( মঙ্গলবার) বেলা ১১ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা রাজবাড়ি মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ।
এরপর জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এ্যাথলেট মো শিব্বির আহমেদের হাতে মশাল প্রজ্জলন করে তুলে দেন প্রধান অতিথি কামাল আহমদ ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। এরপর জলন্ত মশাল নিয়ে মাঠে প্রদক্ষিণ শেষে শুরু হয় এ্যাথলেটিক প্রতিযোগিতার মুল আনুষ্ঠানিকতা। ইউনিয়ন পর্যায়ে বিজয় এ্যাথলেটরা উপজেলা পর্যায়ে মুল পর্বে ক ও খ – গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। ইভেন্ট গুলোর মধ্যে ১০০-২০০-৪০০-৮০০ এবং ১৫০০ মিটার দৌড় ৪×১০০ মিটার রিলে, হাই জাম্প,লং জাম্প,ট্রিপল জাম্প,জৈভলিন থ্রো,শটপুট ও ভিসকাস প্রতিযোগিতার শিক্ষার্থীরা অংশ নেয়।
এথ্যালেটিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্টান ও সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহোকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জুলহাস, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন বিশ্বাস সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষকবৃন্দ।
সিলেটসংবাদ/হান্নান