যাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন বিশ্বনবী (সা.)

সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২২, ১০:১৩ অপরাহ্ণইসলামি জীবন ব্যবস্থার মূলভিত্তিই কোরআন এবং সুন্নাহ। কোরআন মানুষের জন্য গাইডলাইন। এর ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবি (সা.)-এর সুন্নাহ। রাসুল (সা.)-এর দিকনির্দেশনা মানুষের জন্য একমাত্র মুক্তির পথ। মূলত, মহানবি (সা.)-এর সব কাজই ছিল মানবজাতির জন্য আদর্শ। তেমনি বিশ্বনবির দিকনির্দেশনা না মানলে একজন মুসলমানের জন্য মঙ্গলজনক নয়। তবে, এমন তিন কাজ আছে যা বিশ্বনবি সবচেয়ে বেশি ঘৃণা করেন।
হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কেয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেই সব লোক-
যারা অনর্থক বেশি কথা বলে।
যারা অন্যকে হেয় বা তুচ্ছ জ্ঞান করে।
যারা অহংকার প্রদর্শন করে। (তিরমিজি)
সুতরাং অনর্থক বেশি কথা বলা, বিনা প্রয়োজনে কথা বলে কাউকে হেয় বা তুচ্ছ জ্ঞান করা এবং অহংকার প্রদর্শন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এ বিষয়গুলো থেকে নিজেদের দূরে রাখতে পারা মানেই মুক্তির পথে এগিয়ে যাওয়া।
আল্লাহতাআলা মুসলিম উম্মাহকে পরিমিত ও সংযত কথাবার্তা বলার তাওফিক দান করুন। আমিন।
ধর্ম-দর্শন/এ