সিলেট সাহিত্য পরিষদের সদস্য অমিতা বর্দ্ধনকে নিয়ে আনন্দআড্ডা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৩:৪৫ অপরাহ্ণসিলেট সাহিত্য পরিষদের সদস্য কবি-লেখক অমিতা বর্দ্ধন কলকাতার ‘বিশ্ববাংলা অনুশীলন’এর পক্ষ থেকে ‘কবি মাইকেল মধুসূদন দত্ত’ পুরস্কার প্রাপ্তিতে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে গত শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে এক আনন্দআড্ডার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও ‘ভাস্কর’ সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ সিলেটের সভাপতি বিশিষ্ট কবি এ কে শেরাম।
সম্মানিত অতিথি ছিলেন এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সভাপতি, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ/৭১, সিলেট বিভাগ। গীতিকবি হরিপদ চন্দের সঞ্চালনে আলোচনায় অংশ গ্রহণ করেন কবিকণ্ঠ সিলেটের নির্বাহী কবি বাবুল আহমদ, সাহিত্যামোদী হীরা মোহন রায়, জয়বাংলা সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি ছড়াকার অজিত রায় ভজন, কবি-ছড়াকার রানা কুমার সিংহ, ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহম্মদ লুৎফুর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শীলা সাহা, সমাজসেবী মিনতি দে, শিক্ষক হিমাংশু রায় হিমেল, অমিয় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ পাল, কবি জালাল জয় ও অনিরূদ্ধ রায় পরাগ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো: আলাউদ্দিন তালুকদার। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি কবি অমিতা বর্দ্ধন।
সভায় অমিতা বর্দ্ধনকে ফুল ও ক্র্যাস্ট নিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন ভালো কাজ করলে মূল্যায়ণ পাওয়াই যায়। অমিতা বর্দ্ধনের এ অর্জনে সিলেট গৌরবান্বিত হয়েছে। বক্তরা লেখককে অভিনন্দন জানিয়ে তাঁর আরো সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি।