গ্রাহকদের মাঝে শাওমি’র ঈদ উপহার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২২, ৫:২২ অপরাহ্ণসারাদেশের সাথে সিলেটেও দেশের জনপ্রিয় মুবাইল ব্রান্ড’ শাওমি’ গ্রাহকদের মাঝে ঈদের উপহার দিয়েছে।
ঈদের উৎসবমুখর পরিবেশকে আনন্দময় করে তুলতে স্মার্টফোন ও ট্যাব কেনায় আকর্ষণীয় ঈদ অফার ক্যাম্পেইনের পাশাপাশি নানান শ্রেনি পেশার গ্রাহকদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে সিলেট শাখা।
রবিবার সিলেটস্থ বন্দবাজার করিম উল্লাহ মার্কেটে এসময় উপস্থিত ছিলেন, সিলেট শাখার এ.এম.এম কামরুল হায়দার,সিনিয়র টি এসএম ইলিয়িস আহমদ চৌধুরী টিএসএম রফিকুল ইসলাম,মিডায়া ব্যক্তিত্ব, আব্দুল আলীম শাহ
সাংবাদিক শুকরান আহমদ রানা,সাজু,তোয়াফেল আহমদ প্রমুখ।
এসময় কর্মকর্তারা বলেন,যুগের পরিবর্তনের সাথে স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে । তবে, এই স্মার্টফোনের বাজার সর্বদাই গতিশীল!তরুন প্রজন্মকে অনলাইনে আন্তর্জাতিকভাবে সম্পর্ক গড়তে হলে স্মার্টফোন শাওমির বিকল্প নেই,কারন সেটটি তে নেট ব্যবহারকার্রিরা অনেক গতিশীলতার সহিত কাজ করে।
কর্মকর্তারা জানান, শাওমি (Xiaomi) : দেশের স্মার্টফোন বাজারে নতুন হলেও শাওমির জনপ্রিয়তা এখন তুঙ্গে! সাশ্রয়ী মুল্য আর আকর্ষনীয় ফিচারের জন্য উই ব্র্যান্ডের স্মার্টফোনও এখন ক্রেতাদের কাছে অনেক জনপ্রিয় । অফুরন্ত ক্লাউড স্টোরেজ আর মোবাইল ওয়াই ফাই হটস্পট সুবিধার জন্য এটি ক্রেতাদের কাছে অনেক জনপ্রিয়।