ওবামার পছন্দের বইয়ের তালিকায় বাংলাদেশি-আমেরিকান লেখকের বই

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ৫:২৭ অপরাহ্ণ
দুই দিন আগে নিজের ফেসবুক পেজে এই গ্রীষ্মে পছন্দের বইয়ের তালিকা প্রকাশ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর সেই ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি-আমেরিকান লেখক রুমান আলমের বই ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’।
এটি রুমান আলমের তৃতীয় বই। তার প্রথম উপন্যাস ‘রিচ অ্যান্ড প্রিটি’ প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে, যা ছিল সেই বছরে যুক্তরাষ্ট্রের অন্যতম লিটারারি সেনসেশন। রুমান আলমের দ্বিতীয় বই ‘দ্যাট কাইন্ড অফ মাদার’ প্রকাশিত হয় তার দুই বছর পর।
নিজের ফেসবুক পোস্টে ওবামা লিখেন, যখন আমরা হোয়াইট হাউজে ছিলাম, তখন থেকে আমি গ্রীষ্মে আমার প্রিয় বইয়ের তালিকা শেয়ার করতে শুরু করেছি। এখন এটা একটা প্রথা হয়ে গেছে, এমন একটা প্রথা; যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য উদগ্রীব থাকি। তো এ বছরের প্রিয় বইয়ের তালিকাটা জানিয়েই দিলাম। আশা করি, আপনারাও বইগুলো পড়ে আনন্দ পাবেন।
তবে বারাক ওবামার পছন্দের বইয়ের তালিকায় ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ এর নাম থাকাটা বিস্ময়কর কিছু নয়। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ দুটি পরিবারকে নিয়ে তৈরি হয়েছে এই বইটির গল্প- যারা আসন্ন বিপর্যয়কে সামনে রেখে এগিয়ে যায়, জাতিগত, পারিবারিক ও সামাজিক নানা প্রেক্ষাপটকে বর্ণনা করা হয়েছে সেখানে।
গতবছর নেটফ্লিক্স তার উপন্যাসকে ভিত্তি করে একটি ফিচার ফিল্ম বানানোর স্বত্ব কিনে নেয়। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন জুলিয়া রবার্টস ও ডেনজেল ওয়াশিংটন; পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে থাকবেন স্যাম ইসমাইল।
রুমান আলমের বাবা-মা দুজনেই বাংলাদেশি, ৭০ দশকের দিকে তারা আমেরিকায় অভিবাসিত হন। তার বাবা ছিলেন একজন প্রকৌশলী এবং মা ওয়াশিংটন ডিসির শহরতলীর একজন ডাক্তার। আলম এই মুহূর্তে দ্য নিউ রিপাবলিক এর কন্ট্রিবিউটিং এডিটর হিসেবে কর্মরত আছেন।
প্রবাস/এসএমডি