মেঘ বালিকা- জহিরুল ইসলাম হাসান

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২১, ৫:২৪ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
মেঘ বালিকা তোমাকে বলছি
কোথায় হারিয়ে যাও আমার আকাশ ছেড়ে।
আমার যে অনেক কষ্ট হয়,
ছায়া হয়ে থাকো না আমার পাশে।
বিনিময়ে হয়তো কিছু দিতে পারবো না
তবে কথা দিচ্ছি
এক রত্তি জল তোমার মেঘ গুচ্ছ থেকে ঝরতে দেব না
তুমি মেঘ হয়ে থাকো আমার আকাশে।
ক্লান্ত পথিক আমি বিশ্রাম নেবো তোমার ছায়াতলে।
মেঘ বালিকা জবাব ছেড়ে বলে,
ওহে পথিক
আমাকে তোমার মায়ার জালে আটকিওনা
আমার ধর্ম যে থেমে থাকা নয়।
আমি যে চাইলেও কারো ছায়া হয়ে থাকতে পারি না
আমার ধর্মই যে উড়ে বেড়ানো
ওহে পথিক তোমাকে আবারো বলছি
আমাকে তোমার মায়ার জালে আটকিওনা
তবে কথা দিচ্ছি
কখনো তোমার চোখের জল কাউকে দেখতে দিব না
বৃষ্টি হয়ে তোমার চোখের জল আড়াল করে দিব।
ওহে পথিক তোমাকে আবারো বলছি
ভালবাসার সুরে আমাকে আর ডাকিও না
আমি যে কোনো মায়ায় জড়াতে পারবো না
আমি যে নিয়মের শিকলে বাধা।
ওহে পথিক তোমাকে আবার বলছি
আমাকে তোমার মায়ার জালে আটকিওনা।
সাহিত্য/আবির